ভাড়াগ্রহণ নির্দেশনাবলী
https://www.rimebd.org
Research and Innovation for Meaningful Education (RIME)
- ১ জন প্রশিক্ষণার্থী কেবলমাত্র ১টি ট্রেডে রেজিস্ট্রেশন করতে পারবে। একাধিক ট্রেডে রেজিস্ট্রেশন করলে উক্ত প্রশিক্ষণার্থীর রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
- রেজিস্ট্রেশন ফর্মে উল্লেখিত ইমেইল আইডি অবশ্যই সঠিক হতে হবে। ইমেইলের মাধ্যমে ফেসবুক গ্রুপে এডের লিঙ্ক পাঠানো হবে। ইমেইল আইডি সঠিক না হলে গ্রুপে এড লিঙ্ক পাবেন না।
- প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য ফেসবুক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক।
- যারা পূর্বের সেশনে রেজিস্ট্রেশন করেছিলেন কিন্তু মেইল পান নি তারা তাদের মেইল আইডি দিয়ে আমাদের পেজে মেসেজ করুন।
- ফেসবুক প্রোফাইল নাম অবশ্যই এন আইডি/ জন্ম নিবন্ধন সার্টিফিকেটের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে অন্যথায় রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
- ফেসবুক গ্রুপে এড রিকোয়েস্ট ৫ তারিখের পর থেকে এপ্রুভ করা হবে না। তাই গ্রুপ লিঙ্কের ইমেল না পেলে ৫ তারিখের পূর্বে আমদের পেজে যোগাযোগ করবেন।