ভাড়াগ্রহণ নির্দেশনাবলী

https://www.rimebd.org

Research and Innovation for Meaningful Education (RIME)

  1. ১ জন প্রশিক্ষণার্থী কেবলমাত্র ১টি ট্রেডে রেজিস্ট্রেশন করতে পারবে। একাধিক ট্রেডে রেজিস্ট্রেশন করলে উক্ত প্রশিক্ষণার্থীর রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
  2. রেজিস্ট্রেশন ফর্মে উল্লেখিত ইমেইল আইডি অবশ্যই সঠিক হতে হবে। ইমেইলের মাধ্যমে ফেসবুক গ্রুপে এডের লিঙ্ক পাঠানো হবে। ইমেইল আইডি সঠিক না হলে গ্রুপে এড লিঙ্ক পাবেন না।
  3. প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য ফেসবুক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক।
  4. যারা পূর্বের সেশনে রেজিস্ট্রেশন করেছিলেন কিন্তু মেইল পান নি তারা তাদের মেইল আইডি দিয়ে আমাদের পেজে মেসেজ করুন।
  5. ফেসবুক প্রোফাইল নাম অবশ্যই এন আইডি/ জন্ম নিবন্ধন সার্টিফিকেটের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে অন্যথায় রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
  6. ফেসবুক গ্রুপে এড রিকোয়েস্ট ৫ তারিখের পর থেকে এপ্রুভ করা হবে না। তাই গ্রুপ লিঙ্কের ইমেল না পেলে ৫ তারিখের পূর্বে আমদের পেজে যোগাযোগ করবেন।